ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং কে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ

পিরোজপুরে জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং কে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরে জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে প্রতিরোধের শপথ নিল বিভিন্ন স্কুলের হাজারো শিক্ষার্থীরা। আজ রবিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করে সেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ। এ সময় জঙ্গিবাদ, মাদক,বাল্যবিবাহ ও ইভটিজিং কে লাল কার্ড দেখিয়ে শপথ নেয় হাজারো শিক্ষার্থী।
প্রতিবাদ সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলমের সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সহকারী পুলিশ সুপার মো: রিয়াজ হোসেন (পিপিএম), পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন প্রমুখ ।
উদ্যোক্তা কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র কাওসারুল আলম সোহেল জানান, তার নিজের ব্যক্তিগত উদ্যোগে তাদের কলেজের শিক্ষার্থীদের টিফিনের টাকা বাচিঁয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ প্রতিষ্ঠা করেছেন। সোহেল নিজে একাই প্রতিটি জেলার জেলা প্রশাসকদের সহযোগিতায় ইতোমধ্যে ৩৫টি জেলায় এ ধরনের আয়োজন করেছেন। আগামীতে বাংলাদেশের প্রতিটি জেলায়ই তার এ মিশন নিয়ে যাবার ইচ্ছা ব্যাক্ত করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...