ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে পাঠচক্র অনুষ্ঠিত

মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগারে পাঠচক্র অনুষ্ঠিত

সাংস্কৃতিক প্রতিবেদক >>

পিরোজপুরের মঠবাড়িয়া শেরে বাংলা পাঠাগারের নিয়মিত সাহিত্য আড্ডা ও পাঠচক্র আজ শুক্রবার বিকেলে পাঠগারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পাঠাগার আন্দোলন এর আয়োজনে ১৫তম এ পাঠচক্রের আলোচ্য বিষয় ছিলো শুদ্ধ শিখি শুদ্ধ লিখি । আজকের পর্বে আলোচনায় অংশ নেন , মো. আমীন রুমান,মো. সাব্বির আহম্মেদ,তারিকুল ইসলাম রুবেল,মো. মেহেদী হাসান প্রমূখ।

এছাড়া পাঠচক্রে মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজের প্রভাষক আকতিয়ার হোসেন পান্না, বামনা উপজেলা মতস্য কর্মকর্তা রাজিউল ইসলাম রাজিব, সাংবাদিক দেবদাস মজুমদারসহ পাঠাগার আন্দোলনের কর্মী ও রেনেসাঁস সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও কে এম লতীফ ইনস্টিটিউশন থেকে সদ্য বিদায়ী এবারের ২০১৭ সালের এস এস সি পরীক্ষায় অংশগ্রহন কারী পরীক্ষার্থীদের মধ্যে ছিলেন – রবিউল, ইব্রাহিম, ওহি, উমর, কৌসিক, আমিনুল, সোহাগ, উৎস, শারলি, জিনিয়া, শশী, মৌলী ও শতাব্দী।।

পাঠাগার আন্দোলন সূত্রে জানাগেছে, আগামী শুক্রবারের পাঠচক্রে ১৬তম পর্বের বিষয় শুদ্ধ বাঙালীয়ানা চর্চায় আমাদের করণীয় । এ বিষয়ে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...