ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় সহস্রাধিক কৃষকের মাঝে আউশ ধানবীজ ও সার বিতরন

মঠবাড়িয়ায় সহস্রাধিক কৃষকের মাঝে আউশ ধানবীজ ও সার বিতরন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি মন্ত্রণালয়ের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানবীজ ও রাসায়নিক সার ও সেচ সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরন করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা আজ মঙ্গলবার উপজেলা কৃষি ভবন মিলনায়তনে এ বিতরন কর্মসূচির উদ্বোধন করেন।
বিতরন অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মঠবাড়িয়া প্রেস ক্লবা সভাপতি আবদুস সালাম আজাদী, উপসহকারী উদ্ভিদ সংক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র শীল, উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার কর্মকার, ও কৃষক নূর সাইদ হিনু।

এ বিতরণ কর্মসূচিতে উফশী আইশ ও নেরিকা আউশ জাতীয় ধান আবাদ ও কুমড়া জাতীয় ফসল আবাদে ফেরোমেন ফা*দ ব্যবহারকারী ১ হাজার ৫০জন কৃষকের মাঝে ১০ কেজি করে ধানবীজ ও ৪০ কেজি করে সার বিতরন করা হয়। এছাড়া সেচ ও কৃষি জমির আগাছা দমনে উফশী আউশ চাষীদের মাথাপিছু ৪০০টাকা ও নেরিকা আউশ চাষীদের মাথাপিছু ৮০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...