ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে সনাকের অভিভাবক সমাবেশ

পিরোজপুরে শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে সনাকের অভিভাবক সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি >>
মা ও বাবাদের সচেতনতা ও সক্রিয়তা বৃদ্ধি এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে পিরোজপুরে সনাকের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।েআজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ১৫ নং ব্রাক্ষ্মণকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশের আয়োজন করে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।
স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোঃ নাসিরউদ্দীন তালুকদারের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক খায়জুরান দিরোজ।
সমাবেশে শিক্ষাব্যবস্থার সার্বিক চিত্রেরপাশাপাশি সনাকের তত্ত্বাবধানে পরিচালিত ১৫নং ব্রাক্ষ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমানঅবস্থা, বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় সার্বিক মানোন্নয়নের বিষয়ে অভিভাবক গনসহ এসএমসি সদস্যগণ তাদের আলোচনা উপস্থাপন করেন। টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় সমাবেশে উত্থাপিত বিষয়াবলীর অগ্রগতি উপস্থাপন করেন স্বজন সদস্য খালেদা আক্তার হেনা। তিনি বলেন, কেবল একজন সচেতন মা-বাবা’ই পারে তার সন্তানকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে। শিক্ষা যে কোন জাতির মেরুদন্ড। সুশিক্ষিত জনশক্তি একটি দেশের সবচেয়ে বড়সম্পদ। শিক্ষিত জনশক্তি ছাড়া কোন দেশের উন্নয়ন সম্ভব নয়। আর এই শিক্ষার কয়েকটি স্তরের মধ্যে প্রাথমিক শিক্ষা প্রথম স্তর। সুতরাং প্রথম স্তর হিসাবে প্রাথমিক শিক্ষার ভিত্তি হওয়া দরকার অত্যন্ত মজবুত। আর এক্ষেত্রে সবচেয়ে বড়ভূমিকা পালন করতেপারে শিশুদের মা-বাবা/অভিভাবকগন।
স্কুলের সার্বিক সফলতা, ইতিবাচক উদ্যোগ, বিদ্যমান সমস্যা এবং সমস্যা সমাধানে সুপারিশ সমূহ উপস্থাপন করেন প্রধান শিক্ষক নিহারকনা মূখার্জী। বক্তব্য রাখেন, এসএমসি সহসভাপতি স্বপনকুমার মজুমদার, সদস্য আফিয়া খানম, স্বজনসদস্য তাছলিমা রশীদ প্রমুখ।
সমাবেশে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...