ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্লিপ কার্যক্রম বাস্তবায়ন কর্মশালা

কাউখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্লিপ কার্যক্রম বাস্তবায়ন কর্মশালা

কাউখালী প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্লিপ কার্যক্রম বাস্তবায়ন কল্পে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা শিক্ষা কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণ অংশ নেন।
উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীরের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ ইউসুফ আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর চঞ্চল কুমার মিস্ত্রী, জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মো. মাহবুবুর রহমান খান ও সদস্য হুমায়ুন কবির তালুকদার রাজু, শিক্ষা উদ্যোক্তা শিক্ষানুরাগী আবদুল লতিফ খসরু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, সাহাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম নসু।

কর্মশালায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এস.এমসির সভাপতি ও কমিটির সদস্যসহ স্থানীয় কমিউনিটির প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। শিক্ষার মানোন্নয়নে দলমত নির্বিশেষে পারস্পরিক সহযোগিতার বিকল্প নাই।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...