ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ আইন সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে বাল্য বিবাহ নিরোধ আইন সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি >>
জাতীয় সংসদে বিশেষ বিধান রেখে “বাল্য বিবাহ নিরোধ আইন” পাশ হওয়ায় এই আইন সংশোধনের দাবি জানিয়েছে মহিলা পরিষদ। পিরোজপুর জেলা মহিলা পরিষদ আজ বুধবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়।

পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা মহিলা পরিষদের আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হেপী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন সংশোধন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে সরকারি- বেসরকারি উদ্যোগে চলছে। অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ের ফলে তারা সামাজিক, স্বাস্থ্যগত ও ক্ষমতায়নের ক্ষেত্রে মারাত্মক ঝুকির সম্মুখীণ হতে পারে। কিন্তু সরকার কোন কিছুর তোয়াক্কা না করে যে আইনটি পাশ করেছে এবং যে যুক্তি তারা দেখাচ্ছে তাতে বাল্য বিবাহ কে প্রকান্তরে উৎসাহিত করবে এবং সমাজে অপরাধ প্রবণতা বাড়বে, শিশু কিশোরীদের জীবন ঝূকি পূর্ণ হবে ।সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা পরিষদের সদস্য ও মেয়র পত্মী নীলা রহমান, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, আন্দোলন সম্পাদক শিরিনা আফরোজ, অর্থ সম্পাদক হাফিজা আক্তার খুশি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...