ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ২১টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি, সম্পাদক পদসহ ১৯টিতে বিজয়ী হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মাত্র ১টি সদস্য পদে লাভ করেছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আপত্তির কারনে একটির ফলাফল স্থগিত রয়েছে। মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল গভীররাতে ঘোষণা করা হয়।
নির্বাচনে সমন্বয় পরিষদের খান মো. আলাউদ্দিন ১৫৩ ভোট পেয়ে সভাপতি এবং আহসানুল কবীর বাদল ১৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এর বিজয়ীরা হলেন – সহ-সভাপতি দিলীপ কুমার পাইক, সহ-সভাপতি এ কে এম আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাদুর হোসেন, অর্থ সম্পাদক মনজুরুল আলম খান, গ্রন্থগার ও পরিসম্পদ সম্পাদক জাকির হোসেন কাজী, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক দিলীপ কুমার মাঝি, খেলাধুলা সম্পাদক মো. শহিদুল ইসলাম মোঃ জাকির হোসেন, হিসাব নিরীক্ষক সম্পাদক মোহাম্মদ আলী সিকদার ও সুশেন কুমার হালদার । এ ছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন আঃ হালিম শরীফ, আনোয়ার হোসেন তালুকদার, কমল মজুমদার তিমির, মজিবর রহমান মৃধা সুজন কুমার গাইন, দেব প্রসাদ শীল, মো. কামরুজ্জামান, জিয়াউল হাসান সোহেল, ও বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ একমাত্র সদস্য পদে বিজয়ী রহিমা আক্তার হাসি।
নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ২ শত ৫৮ জন ভোটারের মধ্যে ২ শত ৪৩ জন সদস্য ভোট প্রদান করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...