ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - কে.এম লতিফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক পদে মোস্তাফিজুর রহমান নির্বাচিত

কে.এম লতিফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক পদে মোস্তাফিজুর রহমান নির্বাচিত

শিক্ষাঙ্গন প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কেএম লতিফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক পদে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে সিসি ক্যামেরার আওতায় লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা শেষে তাকে নির্বাচিত করা হয় ।

২০জন আবেদনকারীদের মধ্যে লিখিত পরীক্ষায় মোট ৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। মঠবাড়িয়া উপজেলার কয়েকজন শিক্ষক আবদেন করলেও তারা কেউ রহস্যজনকভাবে লিখিত পরীক্ষায় অংশ নেননি বলে জানাগেছে।

মোস্তাফিজুর রহমান বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের মৃত জয়নাল আবেদীন গাজীর ছেলে। তিনি ২০০৩ ও ২০১৬ সালে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

কেএম লতিফ ইনষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, সকল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ায় মোস্তাফিজুর রহমানকে প্রধান শিক্ষক পদে প্রাথমিকভাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...