ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় পৌর মেয়রসহ ১৩ নেতাকর্মীর আগাম জামিন লাভ

মঠবাড়িয়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় পৌর মেয়রসহ ১৩ নেতাকর্মীর আগাম জামিন লাভ

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়ায় সম্প্রতি আ’লীগের বিবদমান দুই পক্ষে সংঘর্ষে যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লিটন পন্ডিত হত্যায় এজাহারভূক্ত আসামী উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়রসহ ১৩ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আজ রবিবার হাইকোর্টের একটি বেঞ্চ আ.লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসসহ ১৩ নেতা কর্মী স্ব-শরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারক আ.লীগ নেতা ও মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস ও নব-নির্বচিত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন এবং জুয়েল মেম্বরসহ আ.লীগ যুবলীগ ও ছাত্রলীগের ১৩ আসামীর জামিন মঞ্জুর করেন। জামিনে ১২ আসামীদের ১৫দিনের মধ্যে নি¤œ আদালতে হাজির হওয়ার আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই আদিপাত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দু’গ্রুপের সংঘষের্র ঘটনায় গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা মো. ইলিয়াস হোসেন লিটন পন্ডিত নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির পন্ডিত পৌর মেয়র ও আ’লীগ সভাপতিসহ ১৫ জন এজাহার ভুক্ত ও অজ্ঞাতনাম ৩০/৪০ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় জামিন প্রাপ্ত পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস দাবি করেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় পতিপন্ন ও হয়রাণি করতে হত্যা মামলায় আসামী করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...