ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুর আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুর আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি > ১

পিরোজপুরে জাতীয় শোক দিবস পালনে বাধা দেওয়ার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। আজ রবিার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এর প্রতিবাদ জানান।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান তালুকদার লিখিত বক্তব্যে জানান, ‘পিরোজপুরে শোক দিবস পালনে স্থানীয় সরকার দলীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়ালের ছোট ভাই পিরোজপুর পৌরসভার মেয়র হাবিুর রহমান মালেকের বাধাদান’ এ অভিযোগ এনে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, একটি কুচক্রী মহল অতি সম্প্রতি আওয়ামীলীগের ভাবমুর্তি ক্ষুন্ন এবং নেতা কর্মীদের মাঝে বিরোধ সৃষ্টির পায়তারা করছে। তারই ধারাবাহিকতায় ওই জাতীয় দৈনিকে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।
এ দিকে একই সময় জেলার জিয়ানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি যার বরাত দিয়ে ওই সংবাদটি প্রকাশ করা হয় এডভোকেট মতিউর রহমান লিখিত বক্তব্যে জানান, পিরোজপুরে জাতীয় শোক দিবস পালনে কোন ব্যাক্তি বা মহল থেকে বাধা দেয়া হচ্ছে তিনি কোথাও এধরনের কোন অভিযোগ করেননি। তার নাম ব্যবহার করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে কে বা কারা ভুয়া অভিযোগ করেছেন। লিখিত বক্তব্যে তিনি এ মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক,সদর থানা আওয়ামীলীগের সভাপতি সরদার মতিউর রহমান,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন স্বপন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...