ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পিরোজপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি প্রয়াত গোবিন্দ চৌধুরীর শেষকৃত্য শুক্রবার

পিরোজপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি প্রয়াত গোবিন্দ চৌধুরীর শেষকৃত্য শুক্রবার

পিরোজপুর প্রতিনিধি > বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত পিরোজপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট গোবিন্দ নারায়ন রায় চৌধুরীর (৫৮) শেষকৃত সম্পন্ন হবে আগামী শুক্রবার। তার স্ত্রী ও এক ছেলে ভারত থেকে আসার পর সৎকার সম্পন্ন হবে বলে তার তার পারিবারিক সূত্রে জানা গেছে। গোবিন্দ রায় চৌধুরী মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে তার নিজ বাসভবন শহরতলীর রায়েরকাঠি জমিদার বাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
তার স্বজনরা জানান, ঠান্ডা পানি পান করার জন্য ঘরের ফ্রিজ খোলার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতায়িতে হয়ে ছিটকে মাটিতে পড়েন। এসময় তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। শব্দ পেয়ে বাড়ির লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় আবাসিক চিকিৎসক গোবিন্দ রায়কে মৃত ঘোষণা করেন।
গোবিন্দ রায় চৌধুরী পৌরসভার রায়েরকাঠি জমিদার বাড়ির প্রয়াত অমরেন্দ্র নারায়ন রায় চৌধুরীর ছেলে এবং পিরোজপুরের রায়েরকাঠীর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা রাজা রুদ্র নারায়ন রায় চৌধুরী বংশধর। গোবিন্দ রায় চৌধুরীর স্ত্রী ও এক ছেলে ভারতে বসবাস করেন। একমাত্র ছেলে সমীর কুমার রায় চৌধুরী পেশায় একজন চিকিৎসক।
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট গোবিন্দ রায় চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বর্তমান বাংলাদেশ বার কাউন্সিল এর ফিনান্স কমিটির চেয়ারম্যান এডভোকেট শ.ম রেজাউল করিম।
এক শোক বার্তায় এডভোকেট শ.ম রেজাউল করিম জানান, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এ্যাডভোকেট গোবিন্দ রায় চৌধুরী ছিলেন পিরোজপুরের সর্বস্তরের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যাক্তি। তার এই অকাল মৃত্যুতে পিরোজপুরের আইনজীবীরা হারালেন একজন অকৃত্রিম বন্ধুকে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...