ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - তুষখালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তিন দিনব্যাপী শিক্ষা প্রদর্শনী মেলা ও স্বাংস্কৃতিক সন্ধ্যার সমাপনী

তুষখালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তিন দিনব্যাপী শিক্ষা প্রদর্শনী মেলা ও স্বাংস্কৃতিক সন্ধ্যার সমাপনী

মঠবাড়িয়া প্রতিনিধি: বাংলা নববর্ষকে কেন্দ্র করে তুষখালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী শিক্ষা প্রদর্শনী মেলা ও স্বাংস্কৃতিক সন্ধ্যা। তুষখালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বর্ষবরণ উৎযাপন সমাজ ও তুষখালী সাউন্ড এর আয়োজনে গত বৃহস্পতি,শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ মেলা ও স্বাংস্কৃতিক অনুষ্ঠান।
Pic Mathbaria -03
আনুষ্ঠানিক ভাবে শুক্রবার বিকেলে শিক্ষা প্রদর্শনী মেলার শুভ উদ্ভোধন করেন পিরোজপুর-৩ আসনের সাংসদ ডাঃ রুস্তুম আলী ফরাজী। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অবঃ কর্মকর্তা দিপক বেপারী, ইউপি সদস্য মোস্তফা শরীফ, মনির ইসলাম, শিক্ষক এইচ এম আকরামুল ইসলাম, প্রদীপ কুমার বেপারী, প্রবীর কুমার বেপারী, বকুল চন্দ্র দেবনাথ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার।
Pic Mathbaria -05
বৈশাখী মেলা ও স্বাংস্কৃতিক সন্ধ্যায় দর্শকদের সমাগমে মুখরিত ছিল স্কুল ক্যাম্পাস। মেলা উপলক্ষে শিশু কিশোর, যুবক-যুবতী তথা সকল শ্রেনীর মিলনমেলায় পরিণত হয়েছে স্কুল ক্যাম্পাস। মেলায় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও আশেপাশের বিভিন্ন শ্রেনীর মানুষের ভীড় ছিল লক্ষ্য করার মত। মেলায় আগত বন্ধুবান্ধবীদের সাথে ঘুড়তে আসা সেজুতি বলেন, ‘বৈশাখ তথা নববর্ষ বাঙালির অস্তিত্ত্বের সাথে অতোপ্রতোভাবে জড়িত। বাঙালি সংস্কৃতির একটি অন্যতম অংশ। নববর্ষ উপলক্ষে আমরা সকলে বাঙালি পোশাক পড়ে ঘুড়তে এসেছি । অনেক মজা করছি।
তুষখালী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আকরামুল ইসলাম জানান, বাংলা ও বাঙালীর ঐতিহ্য আরও গভীর ভাবে পৌছে দেয়ার জন্য প্রতিটা এলাকায় এ অনুষ্ঠান পালক করা উচিৎ। তিনি আরও বলেন, গত তিন বছর ধওে আমার বিদ্যালয়ে এ মেলার আয়োজন করি । ভবিষ্যতেও এ মেলা অব্যাহত থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...