ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - চরখালী ফেরীঘাটের গ্যাংওয়ে জোয়ারের পানিতে ডুবে পারাপারে ভোগান্তি

চরখালী ফেরীঘাটের গ্যাংওয়ে জোয়ারের পানিতে ডুবে পারাপারে ভোগান্তি

বিশেষ প্রতিনিধি > পিরোজপুর-মঠবাড়িয়া- পাথরঘাটা আঞ্চলিক সড়কের কচা নদীর টগড়া-চরখালী ফেরীঘাটের গ্যাংওয়ে জোয়ারের পানিতে ডুবে দিনভর যান চলাচল ব্যাহত হয়। এতে যাত্রী সাধারন ও যানবাহন পারাপারে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে । এতে ১২টি রুটে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে,অমাবশ্যার ভরা জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় গত ৫ দিন ধরে ফেরী ঘাটের পন্টুন ও গ্যাংওয়ের সংযোগ পানিতে তলিয়ে যাচ্ছে । ফলে যানবাহনকে মারাত্মক ঝুঁকি নিয়ে ফেরীতে উঠতে হয় । ফলে এ রুটে কচা নদী পারাপারে যাত্রী ভোগান্তি, তেমনি হয় সময়ের অপচয়। আর এ সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয়রা একটি তক্তা দিয়ে সাধারন যাত্রীদের পাড়াপাড় করিয়ে আদায় করছে বাড়তি অর্থ।
এছাড়া ছোট গাড়ি ও মোটর সাইকেল ফেরীতে উঠতে গেলে গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি অচল হয়ে যায়। ফলে অনেক সময় ফেরীঘাট জানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান এমনটি চলবে আরো ৮/১০ দিন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...