মঠবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর অটোচালক হৃদয়ের বস্তাবন্দি লা’শ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বহেরাতলা খাল থেকে নিখোঁজের দুই দিন পর হৃদয় (১৭) নামের এক অটোচালকের বস্তাবন্দি লা’শ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ লা’শ উদ্ধার করা হয়।

নি’হ’ত হৃদয় উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন রিসিভ করে হৃদয়ের মুক্তির জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবারের অভিযোগ, নিখোঁজের পর দুই দিনেও পুলিশ হৃদয়কে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বিষয়টি বরিশাল র‌্যাবের নজরে আনা হলে তাদের সহযোগিতায় আজ সকালে বহেরাতলা খালের একটি বস্তার ভেতর থেকে হৃদয়ের লা’শ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল হালিম বলেন,

“এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লা’শ উদ্ধার করা হয়েছে। দুই দিন আগে নিখোঁজ হওয়া অটোচালক হৃদয়ের পরিবার এসে লা’শ শনাক্ত করেছে। ঘটনাটি তদন্তাধীন, আইনি প্রক্রিয়া চলছে।”

About The Author

Leave a Reply