অনলাইন ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০ নং হলতা গুলিশাখালি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে টিয়ারখালি বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় যুক্তরাজ্য থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত সাক্ষাৎকার কেন্দ্র করে তার বক্তব্যের প্রতি সমর্থন জানানো হয় এবং জাতীয় রাজনীতিতে তাঁর নেতৃত্বে দলের বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়ীয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব শামীম মিয়া মৃধা। এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, তারেক রহমানের দিকনির্দেশনা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নতুন উদ্দীপনা ও প্রেরণা দিয়েছে। তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।








Leave a Reply
You must be logged in to post a comment.