অনলাইন ডেস্কঃ “মা ইলিশ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পিরোজপুরের মঠবাড়িয়াতেও শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এ অভিযান।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ সময় নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান।
প্রথমদিনের এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম। তিনি বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানের মাধ্যমে ইলিশের প্রজনন সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা হবে। মঠবাড়িয়া থানা প্রশাসনকে ধন্যবাদ এ অভিযানে সহযোগিতা করার জন্য।
সরকারি নির্দেশনা অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণে জনগণকে সচেতন হয়ে নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.