মঠবাড়িয়ায় নিষেধাজ্ঞার শুরুর দিনেই মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

 

অনলাইন ডেস্কঃ “মা ইলিশ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পিরোজপুরের মঠবাড়িয়াতেও শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এ অভিযান।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ সময় নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান।

প্রথমদিনের এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম। তিনি বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানের মাধ্যমে ইলিশের প্রজনন সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা হবে। মঠবাড়িয়া থানা প্রশাসনকে ধন্যবাদ এ অভিযানে সহযোগিতা করার জন্য।

সরকারি নির্দেশনা অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণে জনগণকে সচেতন হয়ে নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

About The Author

Leave a Reply