মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘চরখালী -মঠবাড়ীয়া- পাথরঘাটা সড়ক’ কে স্ট্যান্ডার্ড টু লেনে উন্নীতকরণ এবং মঠবাড়ীয়া শহর বাইপাস সড়ক নির্মাণের লক্ষ্যে গতকাল ১৬ সেপ্টেম্বর এক গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রস্তাবিত প্রকল্পটির বাস্তবায়ন রূপরেখা, সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ এবং স্থানীয় জনগোষ্ঠীর মতামত নিয়ে এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। সড়ক প্রশস্তকরণ ও বাইপাস নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে, যা ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন শিল্পের প্রসারেও সহায়ক ভূমিকা পালন করবে।
উপস্থিত ব্যক্তিবর্গ প্রকল্পটি সর্বোচ্চ গুরুত্বের সাথে দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতি জোর অনুরোধ জানান। এই উদ্যোগ মঠবাড়ীয়ার আর্থ-সামাজিক উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়।
Leave a Reply
You must be logged in to post a comment.