নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে মঠবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা, পুনর্মিলনী ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি মঠবাড়িয়ার শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ মুহিত (ব্যবস্থাপনা বিভাগ), সহযোগী অধ্যাপক মোঃ রেজাউল করিম (হিসাববিজ্ঞান বিভাগ), সহকারী অধ্যাপক দিপায়ন সিকদার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) এবং প্রভাষক মোঃ বেলাল হোসেন (ইসলামিক স্টাডিজ বিভাগ)।
আলোচনা সভায় অতিথিরা শিক্ষার্থীদের পারস্পরিক ঐক্য, সহযোগিতা এবং সামাজিক দায়িত্ব পালনের উপর জোর দেন। অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “ছাত্রকল্যাণমূলক সংগঠন কেবল শিক্ষা জীবনে নয়, ভবিষ্যৎ সমাজ গঠনেও নেতৃত্ব দেয়। তাই সংগঠনের কর্মকাণ্ডকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে নিতে হবে।”
অনুষ্ঠান শেষে মঠবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে তৌহিদ এলাহী আকিব (ব্যবস্থাপনা বিভাগ) সভাপতি এবং হাসিব রানা (বাংলা বিভাগ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে অতিথিরা আশা প্রকাশ করেন যে, এই পরিষদ ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে এবং মঠবাড়িয়ার ঐক্য ও ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
Leave a Reply
You must be logged in to post a comment.