, ,

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে মঠবাড়িয়ার আহাদ আব্দুল্লাহ দেশসেরা

মো. মেহেদী হাসান: পিরোজপুরের মঠবাড়িয়ার প্রতিভাবান শিক্ষার্থী আহাদ আব্দুল্লাহ উৎস বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর জাতীয় পর্যায়ে সেরা প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয়েছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় সে এই গৌরব অর্জন করে।

মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উৎস, খুলনা আঞ্চলিক পর্বে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল। দেশের সেরা বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সে জাতীয়ভাবে সর্বোচ্চ স্কোর করে সেরার শিরোপা লাভ করে।

উল্লেখ্য, আহাদ আব্দুল্লাহ উৎস এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় চিত্রাঙ্কন বিভাগে প্রথম স্থান অর্জন করে আলোচনায় এসেছিল। শিল্পকলা ও বিজ্ঞানের প্রতি সমানভাবে আগ্রহী এই মেধাবী শিক্ষার্থী তার অনবদ্য সাফল্যে আবারও মঠবাড়িয়াকে গর্বিত করেছে।

তার বাবা ডা. মো. ফেরদৌস ইসলাম এবং মা ফারজানা লিজা সন্তানের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা উৎসের এই সাফল্যে আনন্দিত।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF) যৌথভাবে এই অলিম্পিয়াডের আয়োজন করে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল।

এই সাফল্যের মাধ্যমে আহাদ আব্দুল্লাহ উৎস আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO) ২০২৫-এর দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার সাইরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত হবে।

স্থানীয় শিক্ষাবিদ, সামাজিক সংগঠন ও অভিভাবকরা আহাদ আব্দুল্লাহ উৎসের এই সাফল্যকে মঠবাড়িয়ার জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন।

About The Author

Leave a Reply