মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার গর্ব ও জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু শেরেবাংলা সাধারণ পাঠাগার আজ চরম নাজুক অবস্থায় দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পাঠাগারের ভবনটি এখন মৃত্যুফাঁদে পরিণত হতে চলেছে।
পাঠাগারের বিভিন্ন অংশে দেখা গেছে পলেস্তর খসে পড়ছে, ছাদে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং দেয়ালের রঙ উবে গিয়ে ইট বেরিয়ে এসেছে। ভবনের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে নাজুক চিত্র। কোথাও কোথাও পানির চুইয়ে পড়ার দাগ রয়েছে, যা বর্ষা মৌসুমে আরও ভয়াবহ হয়ে ওঠে।
সরোজমিনে গিয়ে দেখা গেছে পাঠাগারের পাশের রাস্তার ঢালাই দিয়ে উন্নয়নের ফলে উঁচু হয়ে গিয়েছে এবং পাঠাগার ভবন নিচতলা বর্ষার জমাটবদ্ধ পানিতে ডুবে আছে। ফলে ভবনের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। যে কারণে পাঠাগারটি ধ্বসে পড়ার শঙ্কা আরো বেড়ে গিয়েছে।
এই পাঠাগারটি একসময় ছিল শিক্ষার্থী, গবেষক এবং বইপ্রেমীদের প্রাণের ঠিকানা। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এখানে বই পড়তে, নোট নিতে এবং তথ্য অনুসন্ধানে আসতেন। কিন্তু এখন ভগ্নদশার কারণে অনেকেই নিরাপত্তা ঝুঁকি এড়াতে আর আগের মতো আসছেন না।
পাঠাগারের নিয়মিত পাঠকরা জানিয়েছেন, “ আগে আমরা এখানে পাঠচক্র করতাম প্রতি সপ্তাহে। এখন প্রতিবার এখানে আসার সময় ভয় লাগে, কখন কোন অংশ ভেঙে পড়ে যায়। অথচ এ পাঠাগারটি আমাদের শিক্ষা-সংস্কৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সবার জানা।”
দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত ব্যবস্থা না নিলে একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংসের মুখে পড়বে।
Leave a Reply
You must be logged in to post a comment.