ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - বামনায় ইট বোঝাই ট্রলি উল্টে চালক ও হেলপার নিহত

বামনায় ইট বোঝাই ট্রলি উল্টে চালক ও হেলপার নিহত

বামনা সংবাদদাতা > বরগুনার বামনায় ইট বোঝাই একটি চলন্ত ট্রলি উল্টে দুইজন নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা দিকে বামনা উপজেলার জাফ্রাখালী-ডৌয়াতলা সড়কে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে উপজেলার রামনা ইনিয়নের ঘোপখালী গ্রামের সুলতান মিয়ার ছেলে ট্রলী চালক মো. ইউনুস মিয়া(৩০) ও বামনা সদর ইউনিয়নের পূর্ব সফিপুর গ্রামের মো.মোস্তফা সরদারের ছেলে ট্রলি হেলপার মো.আরিফ নিহত হয়।
হাসপাতাল ও স্থানীয়দের ,আজ শুক্রবার দুপুর ১২টার দিকে একটি ইট বোঝাই পরিবহন ট্রলী জয়নগরের দিকে যাওয়ার পথে ডৌয়াতলা-জাফ্রাখালী সড়কের আলতাফ হাওরাদারের বাড়ীর সম্মূখ সড়কে এলে ট্রলীর সামনের দিকের চাকা পাংচার হলে নিয়ন্ত্রন হারিয়ে মালবাহী ট্রলীটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে। এতে চালক ও হেলপার দুইজনই ট্রলীর নীচে আটকে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে বামনা থানার উপ-পরিদর্শক আ.সত্তার তালুকদার জানান,অতিরিক্ত মাল বোঝাইর কারনে এমন দুর্ঘটনা ঘটেছে। এ গাড়ী গুলো অবৈধ,এ গুলো বন্ধ হওয়া উচিৎ। পরিবারের পক্ষ্ থেকে কোন অভিযোগ না করায় বামনা থানা পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...