ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ১৪ ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই : কোটি টাকার ক্ষতি

মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ১৪ ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই : কোটি টাকার ক্ষতি

মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি আংশিকসহ মোট ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিনগত রাত একটার দিকে উপজেলার তুষখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোটি টাকারও বেশী ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দাবি করেছেন। উপজেলা নির্বহী অফিসার ঘটনা স্থল পরিদর্শণ করেছেন।
ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা হলেন, মনির খলিফা (টেইলার্স), আবু হানিফ (জাল সুতা), সোহেল আকন (মোবাইল), চান মিয়া (কাপড়), আলতাফ খলিফা (গার্মেন্টস), নজরুল জমাদ্দার (চা) খোকন হাওলাদার (টেইলার্স), বাহার আরী আকন (মুদি), উত্তম কর্মকার (স্বর্ণ), সোহাগ মোল্লা (ইলেকট্রনিক), রাসেল দফাদার (ফার্মেসী), হারেচ মিয়া (হার্ডওয়্যার), মজিদ (টেইলার্স), আল আমীন (ইলেকট্রনিক্সের দোকান)।
স্থানীয়রা জনান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনেন। ইতোমধ্যে ১৪ টি দেকান পুড়ে যায়। তারা ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহম্মেদ জানান, রাত একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অগুন নেভাতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করছেন শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। তবে তদন্ত করে ক্ষতির পরিমান নির্ধারণ করা যাবে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাউয়ূম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে। প্রশাসনের পক্ষথেকে তাদের সহযোগিতা করা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...