ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - আমড়াগাছিয়ায় পরিত্যাক্ত ৪৭টি ব্যালট পেপার উদ্ধার

আমড়াগাছিয়ায় পরিত্যাক্ত ৪৭টি ব্যালট পেপার উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়ায় প্রথম ধাপে ইউপি নির্বাচন শেষে উপজেলার ৮৪ নম্বর আমড়াগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের অফিস কক্ষ হতে আজ সোমবার দুপুরে থানা পুলিশ ৪৭টি পরিত্যাক্ত ব্যালট পেপার ও ৫৪টি ব্যালট পেপারের মুরি উদ্ধার করেছে। পরিত্যাক্ত ব্যালট পেপার গুলোতে তালা প্রতীকে সিলমারা রয়েছে।
থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার ইউপি নির্বাচনে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৮৪ নম্বর আমড়াগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গোলযেগের পর সেখানে বিকাল সাড়ে তিনটার পর ভোট গ্রহণ স্থগিত করা হয়। আজ সোমবার সকালে ওই বিদ্যালয়ের কার্য দিবসে স্কুল ঝাড়–দার খাদিজা বেগম স্কুলের অফিস কক্ষ ঝাড়– দিতে গিয়ে উল্লেখিত ব্যালট ও ব্যালটের মুরি গুলো দেখতে পায়। পরে স্কুল কর্তৃপক্ষ থানায় খবর দিলে ওই কেন্দ্রর সহকারী প্রিজাডিং অফিসার অনুপম শিকারীকে সাথে নিয়ে পরিত্যাক্ত ব্যালট ও মুরি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিল্টন কুমার ঢালি ব্যালট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোটের দিন ওই কেন্দ্রে কিছু দুষ্কৃতিকারী ব্যালট ছিনতাই করে । ছিনতাই হওয়া ব্যালট তারা হয়ত অফিসকক্ষে ফেলে রেখে যায়।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসান ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ভোট গ্রহণের দিন দুপুরে একদল দুস্কৃতিকারী ওই ভোট কেন্দ্রে প্রবেশ করে। এতে কেন্দ্রে বিশৃংখা দেখা দেয়। একপর্যায় সেখানে আইন শৃংখলা বাহিনী ১২ রাউ- ফাঁকা গুলি ছুড়ে পরিবেশ শান্ত করে। এসময় বেশ কিছু ব্যালট পেপার ছিনতাই হলে বিকাল সাড়ে তিনটার দিকে ওই কেন্দ্র ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। আজ সোমবার ওই কেন্দ্রের অফিস কক্ষ হতে ৪৭টি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...