ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ার সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারিতে ১৫০ জন শিক্ষার্থী

মঠবাড়িয়ার সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারিতে ১৫০ জন শিক্ষার্থী


মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢
পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ভর্তি লটারিতে ১৫০ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) দিনভর বিদ্যালয় মিলনায়তনে সকাল আবেদনকারী শিক্ষার্থী, অভিভাবক, ভর্তি কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে উন্মুক্ত এ ভর্তি লটারির কার্যক্রম অনুষ্ঠিত হয়। গত ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফর্ম সংগ্রহ করে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করে।

প্রধান শিক্ষক রুহুল আমিন এর সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলী হাসান। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. রুহুল আমিন, শিক্ষক কামাল উদ্দিন, সাংবাদিক মজিবর রহমান, রুম্মান হাওলাদার প্রমূখ।

প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করে ভর্তি লটারির অনুষ্ঠিত হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের ভর্তি যুদ্ধের উপর মানসিক চাপ কমিয়ে তাদের মেধার সমন্বয় ঘটাতে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। এতে কোন অভিভাবকের অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...