ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - এতিম শিশুদের পাশে মঙ্গল আলোয় ফাউণ্ডেশন

এতিম শিশুদের পাশে মঙ্গল আলোয় ফাউণ্ডেশন


মেহেদী হাসান 🔴🟢
সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবি সংগঠন মঙ্গল আলোয় ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে বরাবরই অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাড়ানোয় অঙ্গীকারাবদ্ধ! গতবছর মার্চ মাসে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই লকডাউন কালীন সময় সহ বিভিন্ন সময়ে নানাভাবে অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে আসছে। ব্যাতিক্রম ধর্মী এ সামাজিক ও জনকল্যাণমুখী ফাউন্ডেশন সমগ্র দেশ ব্যাপি নানা জনকল্যানমূলক কাজের মধ্য দিয়ে অসহায় আর দুঃস্থদের পাশে এসে দাড়াচ্ছে।

শীতকাল আসলেই আমরা অনেকেই একটু উষ্ণতায় মাখা আরাম আর আনন্দদায়ক অনুভুতির কথা বলি আর ঋতুটির নানা স্তুতিগাথা সামনে নিয়ে আসি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এই শীতেই অসহায় আর বাস্তুহারা অনেক মানুষই শীতবস্ত্রের অভাবে নিদারুন কষ্টের মধ্য দিয়ে দিনানিপাত করে। সবচেয়ে বেশি অসহায়ত্বের মধ্যে দিয়ে দিন যায় এতিম শিশুদের ।

১৫ জন এতিম শিশুদের নিয়ে চলমান তেমনি একটি এতিমখানা মঠবাড়িয়ার “পাঁচশতকুড়া টিকিকাটা মোহাম্মদিয়া এতিমখানা ও লিল্লাহবোডিং”। এখানকার এতিম শিশুগুলোকে এই শীতেও হয়ত মাটিতে ঘুমানোর মত কষ্টদায়ক অনুভুতি নিয়েই এই ঋতুটি পার করতে হত।

কিন্তু বিষয়টি মঙ্গল আলোয় ফাউন্ডেশনের নজরে আসায় গত ১লা ডিসেম্বর ২১ তারিখে এই এতিম শিশুগুলোর শীতের রাতের একটু আরামের জন্যে তোষক, বালিশ ও অন্যান্য জিনিসপত্র সহ ১৫ দিনের খাবারের আয়োজন করা হয়েছে।

আলহামদুলিল্লাহ…!!! আল্লাহর অশেষ রহমত…!! এতিম শিশুগুলোর একটুখানি স্বস্তি ও হাসিমাখা মুখই আমাদের একমাত্র পরম পাওয়া।

আনন্দদায়ক এ সকল কাজে সবচেয়ে অগ্রগামী ভূমিকা রেখেছে আমাদের অসংখ্য পরোপকারী ও বিশাল মনের অধিকারী দেশি/বিদেশি দাতাগোষ্ঠী, যারা কোনরকম প্রাপ্তির আশা না করেই উদাত্তচিত্তে এগিয়ে এসেছেন অসহায় মানুষের পাশে। এরকম হৃদয়বান দাতাদের ক্রমান্বয় সাহায্য আর অসংখ্য স্বেচছাসেবীদের নিরন্তর চেষ্টায় এ ফাউন্ডেশন তাদের প্রয়াসগুলোকে এগিয়ে নিতে চায় আরো অনেকদূর। যেন আশেপাশের অসহায় মানুষগুলোর মৌলিক চাহিদার আর ঘাটতি না থাকে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...