ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালীতে বিদ্যুত দিয়ে ইদুর মারার ফাঁদে দোকান কর্মচারী নিহত

কাউখালীতে বিদ্যুত দিয়ে ইদুর মারার ফাঁদে দোকান কর্মচারী নিহত


পিরোজপুর প্রতিনিধি 🔻
পিরোজপুরের কাউখালীতে ব্যবসায়ির দোকানের সাটারে বিদ্যুতের তার দিয়ে ইদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল মাঝি (২৫)নামে এক দোকান কর্মচারি মৃত্যু হয়েছে। নিহত দুলাল মাঝি চিরাপাড়া গ্রামের শাহজাহান মাঝির ছেলে। এ ঘটনায় দোকান মালিক বাসুদেব কুন্ডকে পুলিশ আটক করেছে।
জানা গেছে, আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিন বাজারে কুন্ড স্টোর নামে একটি কীটনাশক ঔষধের দোকানে মালিক বাসুদেব কুন্ড রাতে দোকান বন্ধ করার পূর্বে বিদ্যুতের তার দিয়ে ইদুর মারার ফাঁদ পেতে যায়। সকালে দোকান খুলে বেচাকেনা শুরু করে মালিক বাসুদেব কুন্ড। এসময় কর্মচারী মালামাল বাহির করতে গেলে ইদুর মারার ফাঁদে বিদ্যুতের তারে পা লেগে যায়। বিদ্যুতের সংযোগ বন্ধ করে মালিক বাসুদেব তাকে দোকান থেকে বাহিরে ফেলে রাখে। এসময় স্থানীয় চকিদার নজরুল ইসলাম দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে কাউখালী বিদ্যুৎ বিভাগের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, বিদ্যুতের তার দিয়ে ইদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে যুবক মারা যায়। এ ঘটনায় দোকান মালিককে আটক করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...