ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - কাউখালীতে সহিংস উঠছে নির্বাচনী মাঠ

কাউখালীতে সহিংস উঠছে নির্বাচনী মাঠ

কাউখালী সংবাদদাতা > পিরোজপুরের কাউখালীতে নির্বাচনের দিনের পরিবেশ কেমন হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন। উপজেলার পাচঁটি ইউনিয়নের অনেক ভোটার। বিশেষ করে নির্বাচনী প্রচারের সময় অব্যহত সহিংসতায় ভোটারদের মধ্যে আশঙ্কা বেড়েছে। নির্বাচনী প্রচারের শেষ সময়ে এসে অধিকাংশ ইউনিয়নেই উত্তাপ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে হামলায় অর্ধশতাধিক আহত হয়েছে।
ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কিনা- তা নিয়ে সংশয় প্রকাশ করেন কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়ার ইউনিয়নের ভোটার জামাল হোসেন। তিনি বলেন, চেয়ারম্যান প্রার্থীরা যেভাবে একে অপরকে ঘায়েলের চেষ্টা করছেন, হুমকি-ধমকি দিচ্ছেন- তাতে ভোটের দিন পরিস্থিতি কি হয় তা নিয়ে এখনই উৎকণ্ঠার মধ্যে আছি।
আমরাজুড়ি গ্রামে কথা হয় জালাল ও আলমগীর হোসেন নামে দু’জনের সঙ্গে। তারা বলেন, আমরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে চাই। প্রশাসনের উচিত সে পরিবেশ নিশ্চিত করা।
ভোটারদের পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে প্রার্থীদের মধ্যেও। শনিবার কমিউনিস্ট পার্টিও প্রার্থী কমরেড কৃষ্ণ লাল গুহ অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের নেতারা আমার কর্মীদের নৌকা প্রতীকে ভোট চাওয়ার জন্য চাপ দিচ্ছে। জয়ের জন্য তারা মরিয়া হয়ে উঠেছে।
সয়না রঘুনাথপুর ইউনিয়নের ভোটার মোঃ শফিকুল ইসলামের শঙ্কা- কেন্দ্র দখল হয়ে গেলে ভোট দেব কিভাবে? শেষ পর্যন্ত ভোট যদি দিতে পারি সুষ্ঠুভাবে ফলালফল ঘোষণা হবে তো?’ চিরাপাড়া পার-সাতুরিয়ার আর সয়না রঘুনাথপুর ইউনিয়নের ওই দুই ভোটারের মতো পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের বেশিরভাগ ভোটারের মনে ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হওয়া নিয়ে শঙ্কা বিরাজ করছে। এখনও পর্যন্ত এইসব ইউনিয়নে নির্বাচনী প্রচারে বড় কোন সহিংসতার ঘটনা না ঘটলেও ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ভোটারদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা আর আতঙ্ক বাড়ছে।
ভোটের লড়াইয়ে এখন মুখোমুখি আওয়ামী লীগ ও জাতীয় পর্টি(জেপি)এবং বিএনপি। নৌকা-ধানের শীষ আর বাই-সাইকেল এর লড়াই এখন তুঙ্গে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের ঘরে ঘরে। ভোটের প্রচারে জাতীয়পার্টি( জেপি) ও বিএনপির প্রার্থীরা তাদের উপর সরকারী দলের সমর্থকদের হামলা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলছেন। তারা বলছেন, কোন কোন ইউনিয়নে সরকারী দলের প্রার্থীর লোকজন ভোট কেন্দ্র দখলের প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

চিরাপাড়া পার-সাতুরিয়ার ইউনিয়নের জেপির প্রার্থী বজলুর রহমান নান্নু অভিযোগ করে বলেছেন তার তার নির্বাচনী সাইকেল মার্কার পোস্টার সরকার দলীয় প্রার্থীও লোকজন ছিড়ে ফেলছে।এপর্যন্ত তার সাইকেল মার্কার সমার্থক আমজেদ সিকদার,ফজলু সিকদার,রিয়াজ খান,মিরাজ খান,মাহাবুব খাঁ, মোবাক্ষের খা, মনির হোসেন ফকির প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন।এ ছাড়া জাতীয় পার্টির( জেপি) চিরাপাড়া পার-সাতুরিয়ার ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক খান মোঃ বাচ্চুকে জীবন নাশের হুমকি দেয়া হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।
অপরদিকে সহিংসতায় চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাহামুদ খান খোকনের চাচা আবদুল মজিদ খানকে (৬০) কুপিয়ে জখম করেছে এবং সেলিম,চান সহ অনেক নৌকার কর্মীদেও উপর হামলা চালিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান নান্নুর সমর্থকেরা।
শিয়ালকাঠি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে গত ১১ মার্চ দুপুরে জাতীয় পার্টির(জেপি) চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন সিকদারকে গুলি করার চেষ্টা করা হয়েছে। এ সময় জনতা এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভাই কামাল পারভেজ গাজীকে গুলি ও অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ১০ কর্মী-সমর্থক আহত হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন,সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃংখলা বাহিনী তৎপর রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...