ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হলো না এনজিও কর্মী নাছিরের

বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হলো না এনজিও কর্মী নাছিরের

পিরোজপুর প্রতিনিধি 🔴
বাবা-মায়ের সঙ্গে ঈদ করার জন্য বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মো. নাছির ফকির (৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ সময় তাকে বহন করা মোটরসাইকেল চালক একই এনজিওর কর্মকর্তা মো. খোকন শেখ (২৬) গুরুতর আহত হয়েছেন। তারা ‘রিক’ নামের একটি এনজিওতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ব্রাঞ্চে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১১ মে) রাতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভাইজোড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নাছির সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের ইদ্রিস আলী ফকিরের ছেলে।
নিহতের খালাতো ভাই মো. ওবায়দুল ইসলাম জানান, নাছির ‘রিক’ নামের একটি এনজিওর ক্রেডিট অফিসার হিসেবে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ব্রাঞ্চে কর্মরত ছিলেন। সে বাবা-মার সঙ্গে ঈদ করতে মঙ্গলবার কুমিল্লা থেকে একই এনজিওর একই ব্রাঞ্চে কর্মরত তার বন্ধু ব্রাঞ্চ ম্যানেজার খোকন শেখের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঈদের পর তার বিয়ের দিন তারিখ ঠিক ছিলো।
আহত মোটরসাইকেল চালক এনজিও ব্রাঞ্চ ম্যানেজার খোকন শেখ জানান, আমরা মোটরসাইকেলে করে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলাম। পথে রাত পৌনে ১১টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের ভাইজোড়া নামক স্থানে পৌঁছার পর পেছনে বসে থাকা নাছির হঠাৎ পড়ে যায়। তার পড়ে যাওয়ার ধাক্কায় আমিও মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আহত হই। তবে গুরুতর অবস্থায় নাছিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক অশেষ প্রতীম রায় বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...