ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - নির্বাচনী সহিংসতা বাড়ছেই ! মঠবাড়িয়ার বড়মাছুয়ায় গুলি ও পটকাবাজি , কাউখালীতে বৃদ্ধকে কুপিয়ে জখম, ভাণ্ডারিয়ায় হামলায় আহত ১০

নির্বাচনী সহিংসতা বাড়ছেই ! মঠবাড়িয়ার বড়মাছুয়ায় গুলি ও পটকাবাজি , কাউখালীতে বৃদ্ধকে কুপিয়ে জখম, ভাণ্ডারিয়ায় হামলায় আহত ১০

পিরোজপুর সংবাদদাতা > পিরোজপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দী প্রার্থী ও তাদের সমর্করা সহিংস হয়ে উঠছে । মঠবাড়িয়ায় আওয়ামীলীগ প্রার্থী ও বিদ্রাহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় বিদ্রাহী প্রার্থীর সমর্থকদের হামলায় আ.লীগ প্রার্থীর দুই সমর্থক আহত হয়েছে। সংঘর্ষের সময় গোলাগুলি ও পটকা বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলায় ১১ নম্র বড়মাছুয়া ইউনিয়নের বড়মাছুয়া বন্দরে এ ঘটনা ঘটে। এসময় এলাকায় চরম আতংক বিরাজ করে।
বড় মাছুয়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন অভিযোগ করেন, ‘রাত সাড়ে দশটার দিকে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বড় মাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল ইসলামের কর্মী মারুফ, জুয়েল, বালু জামাল ও লোকমান মাছুয়া বাজারে থাকা অতার নির্বাচনী কার্যালয়ে এসে বোমা ফাটায় ও গুলি চালায়। এ সময় তারা ইয়াহিয়া নামে তার এক কর্মীকে গুলি করে ও নুরুল ইসলাম নামের আরেক কর্মীকে কুপিয়ে আহত করে।’
হামলার বিষয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম বলেন, আ.লীগ প্রার্থীর সমর্থকরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। বিদ্রোহী মাইনুল ইসলাম দাবি করেন, তিনি আ.লীগ প্রার্থীর অব্যহত হুমকীতে নিজেই অবরুদ্ধ হয়ে আছেন।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, দুই পক্ষে সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। তবে গোলা গুলি নয় কিছু পটকা ফাটানো হয়েছে। এতে ইয়াহিয়া ও নুরুল ইসলাম আহত হয়েছেন।শান্তি শৃংখলা রক্ষায় বড়মাছুয়া বন্দরে পুলিশ মোতায়েন রাখা হয়েছে ।
অপরিদেকে জেলার কাউখালীতে আওয়ামীলীগ প্রার্থী মাহামুদ খান খোকনের চাচা আব্দুল মজিদ খান কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বাড়ী যাওয়ার পথে দক্ষিন নিলতী রেজাউলের বাড়ীর সম্মুখে আসলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী মোঃ মাহামুদ খান খোকন অভিযোগ করেন, তার চাচাকে কুপিয়ে জখম করেছে সাইকেল মার্কার প্রার্থী বজলুর রহমান নান্নুর সন্ত্রাসী বাহিনী । হামলায় খোকনের চাচা মোঃ আব্দুল মজিদ খান (৬০), গুরুত্বর জখম হয় এবং তার সাথে থাকা মোঃ সেলিম (৫৫) আহত হয়। তাদের ডাকচিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়। আহতদের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মজিদ খানের অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। কাউখালী থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি।
অপরদিকে ভান্ডারিয়া উপজেলার ইকরীতে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী ও তার কর্মীদের হামলায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান প্রার্থীর চার কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ নং ইকরী ইউপি নির্বাচনে জাপা চেয়ারম্যান প্রার্থী আ. হাই হাওলাদার অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তার কয়েকজন কর্মী ৫ নং ওয়ার্ডের এসাহাক মাস্টারের বাড়ির পূর্ব পাশে সেতুর ওপর অবস্থান করছিল। এ সময় আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবীর ও তার অন্তত ৫০ সহযোগী তাদের ওপর চড়াও হন। এ সময় হুমায়ূন কবীর ফাঁকা গুলি ছোঁড়েন। হামলায় আহত আ. হাইয়ের কর্মী মামুন ও বাবুলকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলার বিষয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবীর বলেন, আমি বা আমার কোনও কর্মী এ হামলার সঙ্গে জড়িত না। উল্টো তিনি অভিযোগ করেন, জাপা চেয়ারম্যান প্রার্থী আ. হাই হাওলাদারের কর্মীরা রাত ১২টার দিকে ৫ নং ওয়ার্ডে থাকা আমার কর্মী মজনু হাওলাদারের বাড়ির সামনের দোকান ভাঙচুর ও লুটপাট করে। রাত ১টার দিকে তারা ইকরী বাজারের পূর্বপাশে থাকা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জব্বার খানের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর ও লুটপাট চালায়।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, ইকড়ীতে দুই পক্ষে সংথর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। অপর দিকে ধাওয়ায় ভাংচুরকৃত গাড়ীটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। তবে এসব ঘটনায় কেউ মামলা দায়ের করেনি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...