ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত গৃহবধূর মৃত্যু চিকিৎসক লাঞ্ছিত

মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত গৃহবধূর মৃত্যু চিকিৎসক লাঞ্ছিত

মঠবাড়িয়া প্রতিনিধি > মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন মরিয়ম বেগম(২২) নামে ডায়রিয়া আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। মৃত ওই গৃহবধূর স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলী আহসানকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। এসময় হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূ উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সৌদি প্রবাসী মো. শাহাদাৎ হোসেনের স্ত্রী।
হাসপাতাল ও মৃত রোগির স্বজন সূত্রে জানাগেছে, গৃহবধূ মরিয়ম বেগম বুধবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হন। আজ বৃহস্পতিবার সকালে পরিবারের স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করেন। ভর্তির পর হাসপাতালের চিকিৎসক আলী আহসান চিকিৎসা দেন। পরে সে হাসপাতালের বেডেই গৃহবধূ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরিবারের অভিযোগ ভুল চিকিৎসায় ওই গৃহবধূর মৃত্যু ঘটেছে। এ অভিযোগ তুলে বিক্ষুব্দ স্বজনরা কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করেন। হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায় ।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান বলেন, ওই গৃহবধূকে সংকটজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল। চিকিৎসকের ভুলে নয় চরম পানি শূণ্যতার কারনেই গৃহবধূর মৃত্যু ঘটেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...