ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশের র‍্যালী

মঠবাড়িয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশের র‍্যালী


স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোবাবার সকালে মঠবাড়িয়া থানা থেকে একটি বর্নাঢ্য প্রচারণা র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অর্ধ শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি গণমাধ্যম কর্মিরা অংশ নেন। এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে পথসভায় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু।
ওসি মাসুদুজ্জামান বলেন, দেশে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ আসন্ন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের পরিবর্তিত ভেরিয়েন্ট দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই আমাদের সকলকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। যথা সময় টিকা গ্রহন, স্বাস্থ্য বিধি মেনে চলা, সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার রাখা, প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়া, গণ পরিবহণ এড়িতে চলতে হবে। তিনি এসময় গন সমাগম এড়িয়ে চলার জন্য সকলকে অনুরোধ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...