ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় ৩৮৮ জন কৃষককে তিন কোটি ৯৫ লাখ টাকার ঋণ প্রদান

মঠবাড়িয়ায় ৩৮৮ জন কৃষককে তিন কোটি ৯৫ লাখ টাকার ঋণ প্রদান


মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন শ্রেণীর কৃষকের মাঝে এসিডি-১, ডেইরি, পোল্ট্রি-মৎস্য, পশুপালন, ফলদ, প্রণোদনা প্যাকেজ সহ ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রদান করেন কৃষি ব্যাংক মঠবাড়িয়া শাখা। এতে উপজেলার মোট ৩৮৮ জন কৃষককে তিন কোটি ৯৫ লাখ টাকার ঋণ প্রদান করা হয়। শতকরা ৪% সুদে করোনাকালীন সময়ে এ ঋণের মাধ্যমে হাসি ফুটছে কৃষকের মুখে। মূলত কৃষকদের স্বাবলম্বী করার লক্ষে সরকার কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষকদের সহজ শর্তে এ ধরনের ঋণ বিতরণ করেণ ।

কৃষি ব্যাংক মঠবাড়িয়া শাখা ব্যবস্থাপক মিঠুন দে জানান, সরকারি প্রণোদনায় (এসিডি-১) ২০২০ অর্থ বছরে কৃষককে পশু পালন, পোল্ট্রি ফিড, মাছ চাষ ও ফলদ বাগান তৈরী করার জন্য ১২৫ জন কৃষকের মাঝে ১ কোটি ৫৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে। তাছাড়া কৃষি হিসেবে ২৬২ জন কৃষকের মাঝে ২ কোটি ৩২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারী কৃষকের মাঝে ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। গত অর্থ বছরে কৃষি ঋণ দেয়া হয়ে ছিলো ৭ কোটি। চলতি অর্থ বছরে ১ কোটি ৩০ লাখ বেশী কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, মুজিব শতবর্ষে সরকার কৃষকদের সুবিধা দেয়ার জন্য প্রণোদনার আওতায় এনেছে। মাত্র ৪% সুদে এ কৃষি নিয়ে কৃষকরা বেশ সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।

সূত্রঃ ভোরের ডাক

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...