ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - আমরা যেই দল মতের হইনা কেন মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তি হতে হবে এক ও অভিন্ন ……..মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম

আমরা যেই দল মতের হইনা কেন মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তি হতে হবে এক ও অভিন্ন ……..মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম


পিরোজপুর প্রতিনিধিঃ মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, আমরা যেকোন দল করতে পারি, যে কোন মতের বা পথের হতে পারি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তি হতে হবে এক ও অভিন্ন। লাল সবুজের পতাকা, অসাম্প্রদায়ীকতা এবং বৈশম্যহীন সমাজ গড়তে আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে এ দেশের উন্নয়নে কাজ করতে হবে। তিনি বলেন, প্রাকৃতিক নিয়মে আমাদের সকলকে একদিন এ ধরনী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমি প্রত্যাশা করি, আগামীতেও আপনাদের সঙ্গে দেখা হবে, এমনিভাবে মিলন মেলায় প্রান খুলে কথা হবে। কিন্তু যতদিন আছি ততদিন যেন আমাদের একটি পরিবার থাকে, তার নাম হল মুক্তিযোদ্ধা পরিবার।
মন্ত্রী আজ শুক্রবার শহরের নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, এলজিইডির নির্বাহী প্রক্যেশলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, গৌতম রায় চৌধুরি, ফজলুল হক সেন্টুসহ মুক্তিযোদ্ধাগন। মন্ত্রী এসময় আরও বলেন, একমাত্র শেখ হাসিনার কাছেই এ দেশের মুক্তিযোদ্ধারা নিরাপদ। তিনি আছেন বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বীর মুক্তিযোদ্ধারা স্যলুট পাচ্ছেন, বিভিন্ন ধরনের ভাতা পান, তাদের জন্য ঘর দেয়া হচ্ছে, তিনি আইন পাশ করে মুক্তিযোদ্ধাদের নামের আগে সন্মানের সঙ্গে ‘বীর’ শব্দটি ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছেন। এই মা জননী শেখ হাসিনা দেশে বার বার আসবেনা, তার চেহারার মধ্য দিয়ে আজ আমারা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। পরিশেষে তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত এবং তাদের বিশ দঁাত ভেঙ্গে দিয়ে এদেশ থেকে চিরতরে বিদায়ের জন্য সরকার, মুক্তিযোদ্ধারা ও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যাযা করা দরকার তা করব বলে হুঁশিয়ারি উচ্চারন করেন।
মন্ত্রী এর আগে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন এবং প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে এলজিইডি কর্তর্ৃক নবনির্মিত শহরের বলেশ্বর নদ সংলগ্ন বধ্যভূমির ফলক উদ্বোধন, শহীদদের স্মরনে পূষ্প্যমাল্য আর্পন করেন। পরে সেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডির নির্বাহী প্রকোশলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারগন, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, জনপ্রতিনিধিসহ সংবাদ কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...