ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মঠবাড়িয়ায় সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মঠবাড়িয়ায় সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের মানববন্ধন


মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ প্রতিপাদ্যে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের সমন্বয়ে আজ পৌর শহরে এক প্রতিবাদ র‍্যালি ও র‍্যালী শেষে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আজ সকালে মঠবাড়িয়া উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতিবাদ র‍্যালী শুরু হয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে প্রতিবাদ সভা আয়োজন করা হয় ।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফেরদৌস প্রিন্স সহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা ভূমি কর্মকর্তা আকাশ কুমার কুণ্ডু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে অম্লান রাখতে আমরা বদ্ধপরিকর। আমাদের জাতির পিতার সম্মান যেকোনো মূল্যে আমরা সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অম্লান রাখবো। মঠবাড়িয়ায় জাতির পিতার ভাস্কর্য এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য সমূহের নিরাপত্তা জোরদার করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...