ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সম্মাননা প্রদান

মঠবাড়িয়ায় রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সম্মাননা প্রদান


মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় “কমলা রঙ্গের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিন হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা পক্ষে পাঁচ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, ডা. ফেরদৌস প্রিন্স, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা এম.ডি হেমায়েত গাজী, প্রেস ক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, স্টেপস্ কর্মকর্তা ইসরাত জাহান মমতাজ, ইউ.পি. সদস্য মমতাজ বেগম, রূপান্তরের জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল, জয়িতা বিজয়ী ইউ.পি. সদস্য মোসাঃ হাসিনা বেগম, এস.আই. মাইনুল ইসলাম প্রমূখ।
শেষে পাঁচটি ক্যাটাগরীতে রুমি আক্তার অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, রুজিনা আক্তার রোজি শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, নমিতা রানী সফল জননী নারী, হাসিনা বেগম সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী, খাদিজা আক্তার জুইকে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন তাদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...