ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - এক বিরঙ্গনার মৃত্যু, রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন

এক বিরঙ্গনার মৃত্যু, রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন


পাথরঘাটা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় বিরঙ্গনা পারল রানী (৯০) পরলোক গমন করেছেন। শক্রবার সকাল সাড়ে ৯টায় পাথরঘাটা উপজেলা নিবার্হী অফিসারের উস্থিতিতে পাথরঘাটা থানা পলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ঠীয় সম্মান জানান । এর আগে বৃহস্পতিবার (৫নভেম্বর) রাত ৮ টা ৪৫ মিনিটের সময় তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মনোহর মিস্ত্রী শহীদ মুক্তিযোদ্ধা ।

১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীরা পারুল রানীর স্বামী মনোহর মিস্ত্রী, তার ভাই কর্নধর মিস্ত্রী ও তাদের প্রতিবেশী মতিউর রহমানকে গুলি করে হত্যা করে। এছাড়াও পাকবাহিনী তাদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার ছেলে মনমথ মিস্ত্রী মুক্তিযুদ্ধে থাকায় ভাগ্যক্রমে বেচে যান।
পারুল রানীর ছেলে মনমথ রঞ্জন মিস্ত্রী বলেন, মা দীর্ঘদিন ধরে বার্ধক্যে শয্যাশায়ি ছিলেন। রাত ৮ টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়িতে দেহত্যাগ করেন।
তিনি আরও বলেন, আমার মা, বাবা হত্যার বিচার দেখে যেতে পারলেন না। মারা যাওয়ার আগে প্রতি মুহুর্ত স্বামী হত্যার বিচার চেয়েছিলেন। আমার মা ২০১৮ সালে ২৫ নভেম্বর বিরঙ্গনা ভাতাপ্রাপ্ত হন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা জানান, উপজেলার মহিলা মুক্তিযোদ্ধা (বীরঙ্গনা) পারুল রানী মিস্ত্রীকে আজ সকাল সাড়ে ৯ টায় যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হয়। পাথরঘাটা থানার ওসির মো.শাহাবুদ্দিনের নেতৃত্বে পাথরঘাটা থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করেন বলে কালেরকন্ঠকে জানা্ন। এসময় পাথরঘাটা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার এম এ খালেক সহ গ্রামবাসি উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...