ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - আজ মঠবাড়িয়া দিবস

আজ মঠবাড়িয়া দিবস


আজকের মঠবাড়িয়া ডেস্কঃ ইতিহাস- ঐতিহ্যে, সম্পদ-ঐশ্বর্যে মেধা-প্রতিভায় এবং প্রাকৃতিক অবস্থানে সমৃদ্ধ এক জনপদের নাম মঠবাড়িয়া।

বরিশাল বিভাগের পিরোজপুর জেলার একটি
স্বনামধন্য উপজেলা মঠবাড়িয়া। এক সময় সৈয়দপুর ও
সুন্দরবন পরগনার অন্তর্ভুক্ত ছিল এ জনপদ। ১৮৫৯ খ্রিস্টাব্দ তৎকালীন বৃটিশ গভর্নমেন্ট মঠবাড়িয়া থানা প্রতিষ্ঠা করেন।
সময়ের প্রয়োজনে এবং প্রশাসনিক সংস্কারের আওতায়
মঠবাড়িয়া থানা উন্নীত হয়েছে উপজেলায় এবং পর্যায়ক্রমে বৃহত্তর মঠবাড়িয়া থেকে বিচ্ছিন্ন করে গঠন করা হয়েছে আরো টি উপজেলা: ভান্ডারিয়া, বামনা ও পাথরঘাটা । বৃহত্তর মঠবাড়িয়া বলতে উল্লিখিত পাঁচটি উপজেলা কে বুঝায়।

বর্তমান মঠবাড়িয়া উপজেলার আয়তন ৩৫৩.২৫
| বর্গকিলোমিটার । এখানে রয়েছে লোকসংখ্যা ২,৬২,৮৪১ জন
(২০১২ খ্রি.-এর আদমশুমারীর রিপোর্ট অনুসারে), ইউনিয়ন ১১ টি, গ্রাম ১১০ টি, পৌরসভা ১টি, কলেজ ৮টি এবং হাইস্কুল ৪০ টি।

মঠবাড়িয়া দিবসে মঠবাড়িয়ার জনপ্রিয় অনলাইন
পোর্টাল আজকের মঠবাড়িয়া’র পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...