ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ দুই ছাত্রলীগের নেতার নামে বিয়ের কনে অপহরনের চেষ্টার অভিযোগে মামলা

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ দুই ছাত্রলীগের নেতার নামে বিয়ের কনে অপহরনের চেষ্টার অভিযোগে মামলা


পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক সহ ছাত্রলীগের অপর দুই নেতার নামে বিয়ের আসর থেকে কনেকে অপহরণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রোববার পিরোজপুর সদর থানায় কনের বাবা পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন এ মামলা দায়ের করেছেন।
মামলার আসামীরা হলো জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর পুত্র জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক (২৮) ও শহরের ধূপপাশা এলাকার আবুল কালামের পুত্র ছাত্রলীগ নেতা আব্দুল আলীম (২৬) ও মো: শাওন (২৪) ।
মামলা সূত্র ও কনের পিতা দেলোয়ার হোসেন জানান, গত শুক্রবার আছর নামাজ বাদ নিজ বাসভবনে তার মেয়ের বিয়ের আক্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে জেলার ইন্দুরকানী উপজেলা থেকে বর পক্ষ তার বাড়িতে আত্মীয়-স্বজন নিয়ে আসেন। আক্দ অনুষ্ঠান শুরুর আগেই পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক অন্য আসামীদের নিয়ে তাদের বাড়িতে ঢুকে অনুষ্ঠান থেকে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন উপস্থিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বাধা দিলে তার মেয়েকে অপহরণ করতে না পেরে বর পক্ষকে নানা হুমকি দেয়। এ ঘটনার পর গ্রাম থেকে আসা বর পক্ষের লোকজন ভয়ে বিয়ে বন্ধ করে তাদের বাড়িতে চলে যান।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় কনের পিতা দেলোয়ার
হোসেন থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে পরবর্্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে ঘটনার বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পিতা ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু বলেন, যে ঘটনায় মামলা হয়েছে তা সম্পর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...