ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার কব্জি কেটে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন

মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার কব্জি কেটে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন


মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা শুভ শীল (২০) নামে এক ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের উদ্যোগে শহরের শহীদ মিনার সম্মূখ সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রলীগ ও ছাত্র যুব ঐক্য পরিষদেও নেতা কর্মীরা অংশ নেন।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যাম শংকর রায় এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ মিলন,উপজেলা ছাত্ররীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান নিজাম, পৌর হিন্দু যুব ঐক্য পরিষদের সভাপতি প্রিন্স রায়, ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব প্রদীপ কুমার দাস প্রমূখ।
সমাবেশে বক্তার, মঠবাড়িয়া সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষাথর্ী ও পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ শীল এর ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে সংঘবদ্ধ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য , মঠবাড়িয়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি মঠবাড়িয়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র শুভ শীল এর সাথে স্থানীয় কতিপয় যুবকের সাথে দীর্ঘদিনের একটি মোবাইল নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে প্রতিপক্ষ সাদিক,নাঈম,কোরবান ও তানভীর মল্লিকসহ কয়েকজন যুবক মিলে শহরের হাসপাতাল রোডের ব্রীজ সংলগ্ন এলাকায় শুভকে একা পেয়ে সড়কে আটক করে। তাকে আটকে বিদ্যুতের খঁুটির সাথে ঠেকিয়ে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করে উল্লাস করে চলে যায়। এলাকাবাসী ওই কলেজ ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই যুবকের বিচ্ছিন্ন ডান হাতের কব্জি সড়কে পড়ে থাকে। পুলিশ ঘটনাস্থলে ঘটনাস্থল হতে বিচ্ছিন্ন কব্জি উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদ্দুজ্জামান মিলু বলেন , একটি মোবাইল নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে আহত কলেজ ছাত্রের বাবা শ্যামল চন্দ্র শীল বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ফজলে রাব্বি(২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...