ব্রেকিং নিউজ
Home - উপকূল - বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জয়বাংলা প্রশ্নে এক থাকতে হবে শ. ম. রেজাউল করিম

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জয়বাংলা প্রশ্নে এক থাকতে হবে শ. ম. রেজাউল করিম


পিরোজপুর প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জয়বাংলা প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দুর্নীতি, সন্ত্রাস, অনিয়ম, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তাহলেই বঙ্গবন্ধু-ভাসানীর স্বপ্ন
বাস্তবায়নে শেখ হাসিনার প্রচেষ্টা সফল হবে।
মন্ত্রী বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময় আমরা তাকে রক্ষা করতে পারি নাই। তাই এ কলঙ্ক আমাদের সকলকেই বহন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ আগস্টে গ্রেনেড হামলাসহ শেখ হাসিনাকেও ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে।
শনিবার বিকেলে পিরোজপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নব নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করা সকলের দায়িত্ব। পাশাপাশি চাকুরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোঠা সংরক্ষণ ব্যবস্থা ফিরিয়ে আনাও দরকার। স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন ও হানাহানি স্বাধীনতা বিরোধী ও প্রতিক্রিয়াশীল শক্তি লাভবান হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত একদশকে এ ক্ষেত্রে দেশে একটি স্থিতিশীল পরিবেশ ফিরে এসেছে।
ঐক্যবদ্ধভাবে এই অবস্থা অক্ষুন্ন রাখতে হবে। পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সাবেক জেলা ও দায়রা জজ মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সিকদার, মুক্তিযোদ্ধা সমীর কুমার বাচ্চু, ফজলুল হক সেন্টু ও এম এ রব্বানী ফিরোজ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, সদর ইউএনও বশির আহমেদ, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...