ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় দুই কলেজ ছাত্রী ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি সাগর গ্রেফতার

মঠবাড়িয়ায় দুই কলেজ ছাত্রী ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি সাগর গ্রেফতার


মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই কলেজছাত্রীকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি আবু বকর সাগর (২৩) কে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন ও মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে উপজেলার উত্তর মিঠাখালী গ্রাম থেকে সাগরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগর উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের জাহাঙ্গীর ওরফে কালুর ছেলে।মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, রাতভর অভিযান চালিয়ে ভোররাতে এজাহারনামীয় আসামি সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। উল্লেখ্য, বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের ওই দুই কলেজ ছাত্রী বৃহস্পতিবার সকালে স্থানীয় হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কলেজে কাগজপত্র জমা দেন। জমা শেষে দুপুরে প্রতিবেশী সহপাঠী সোহাগ খান (২০) ও শাহাদাৎ (২১) কে নিয়ে মঠবাড়িয়া হয়ে ভান্ডারিয়ার হরিনপালা ইকোপার্কে ঘুরতে যাচ্ছিলেন। দুপুরের সময় তাদের বহনকারী ইজিবাইক উপজেলার উত্তর মিঠাখালী (মাঝেরপুল) নামক স্থানে নষ্ট হয়। এসময় স্থানীয় তিন যুবক তাদের জিম্মি করে। এরপর আর্শেদ মিয়ার বাড়ীর সম্মুখে সরকারী পুকুর পাড়ে নিয়ে দুই ছাত্রীকে মারধর করে মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে নির্জনে নিয়ে তিনজনে মিলে ওই মেয়ে দুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। এরপর ওই কলেজ ছাত্রীর অভিভাবকদের কাছে মোবাইলে ফোন দিয়ে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। এঘটনায় ধর্ষণের শিকার এক কলেজছাত্রীর নানা বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওই দুই কলেজছাত্রীকে শুক্রবার সকালে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...