ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে সংস্কৃতি মন্ত্রনালয়ের আর্থিক অনুদান

পিরোজপুরে অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে সংস্কৃতি মন্ত্রনালয়ের আর্থিক অনুদান


পিরোজপুর প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারনে অগ্রাধিকার ভিত্তিতে জেলার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক অনুদান দিয়েছে সংস্কৃতি মন্ত্রনালয়। এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের চেক বিতরন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রধানগন।
আজ প্রথম ধাপে পিরোজপুর সদর উপজেলার ৩২ জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকার চেক এবং ৬ টি সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব তহবিল থেকে ২ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী জানান, পর্যায়ক্রমে জেলার অন্যান্য অসচ্ছল সংস্কৃতিসেবীদেরকেও এই আর্থিক অনুদান প্রদান করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...