ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - রুহুল আমিন দুলাল এর লাইভ আলোচনা বিশ্লেষণে মোস্তাফিজুর রহমান সজল

রুহুল আমিন দুলাল এর লাইভ আলোচনা বিশ্লেষণে মোস্তাফিজুর রহমান সজল

 

স্থানীয় অনলাইন টিভি AM TV তে গত ১৭জুলাই সাংবাদিক ইসমাইল হোসেন এর উপস্থাপনায় লাইভ অনুষ্ঠানে অতিথি হিসাবে আসেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল। উপস্থাপক ইসমাইল হোসেন এর নানা প্রশ্নের জবাব দেন তিনি কথা বলেন দেড়ঘন্টা।এই লাইভের কথোপকথন বিস্তারিত বিশ্লেষণ করেন প্রবাসী ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান সজল তিনি তার ফেসবুকে নিজস্ব আইডি থেকে স্টাটাস দেন তা নিচে হুবহু তুলে ধরা হলো …

AM tv – live অনুষ্ঠানে আজকের মাননীয় অতিথি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনীত প্রার্থী ( পিরোজপুর- ৩) – ১২৯ সংসদীয় আসন মঠবাড়ীয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি নেতা, জনাব আলহাজ্ব রুহুল আমিন দুলাল সাহেবের আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট প্রতিয়মান যে, কেমন হতে চলছে আগামীর মঠবাড়ীয়া।
আজকের এই টকশোর উপস্থাপক মঠবাড়ীয়া উপজেলার কলম সৈনিক, বিশিষ্ট সাংবাদিক জনাব ইসমাইল হোসেন হাওলাদার’কে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ।
প্রিয় মঠবাড়ীয়া উপজেলাবাসী,
দক্ষীন বাংলার ঐতিহ্যবাহী উপজেলা মঠবাড়ীয়া। শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতি, সামাজিক ও রাজনৈতিক দর্শনে অনেকটা সুনামের সাথে বসবাস এই উপজেলার বাসিন্দা তথা নাগরিকবৃন্দদের। কিন্তু আজ সম্মানীত
অতিথি যে শংকার কথা আমাদের মাঝে তুলে ধরলেন তাহা অতিব গুরুত্বপূর্ন আগামী প্রজন্মের জন্য।
আজ অপ-রাজনীতির স্বীকার হয়ে তরুন প্রজন্ম সঠিক শিক্ষার বিকাশ না ঘটিয়ে তারা নবম শ্রেনী থেকেই জড়িয়ে পড়ছে ছাত্র রাজনীতির সাথে। কতিপয়
ব্যক্তিস্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সকল কচি তরুণদের
হাতে তুলে দিচ্ছে মাদক, তুলে দিচ্ছে অস্ত্র – এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম ধবংসের মুখোমুখি পড়বে এবং বিকারগস্ত হবে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি
কমে আসবে শিক্ষার হার এবং অন্যান্য জেলা ও উপজেলা থেকে পিছিয়ে পড়বে আমাদের এই ঐতিহ্য
বাহী মঠবাড়ীয়া উপজেলা।

দ্বিতীয় যে বিষয়টি উঠে এসেছে তাহা অতি গুরুত্বপূর্ণ
মঠবাড়ীয়া উপজেলা মূলত একটি রাজনৈতিক সচেতন
এলাকা এখানে অনেক গুরুত্বপূর্ণ নেতাদের জন্মস্থান।
অতীতে এখানে সুনামের সহিত রাজনৈতিক সহ অবস্থান
করে বিভিন্ন দলীয় প্রোগ্রাম করা হত। কিন্তু আজ অতীব দুঃখের বিষয় যে, গনতান্ত্রিক কোন স্পেচ নেই ও বিরোধী দলের মতকে নির্মূলের জন্য যত ধরনের দমন
পীড়ন দরকার সরকারি দল তাহা করছে! যাহা বিনষ্ট করছে অতীতের সকল ধরনের রাজনৈতিক সহমর্মিতা।

তৃতীয় বিষয়টি উঠে এসেছে জনগনের ভোটাধিকার প্র‍য়োগের বিষয়টি! অর্থাৎ ২০১৪ ইং সালের পর থেকে
প্রতিটী নির্বাচন হয়েছে জনগনের রায়কে উপেক্ষা করে
সন্ত্রাস, দখলদার, হামলা, মামলা ও রাতে প্রশাসনের মাধ্যমে জোর করে নিজেকে বিজয়ী ঘোষণা করা। যাহা মঠবাড়ীয়া উপজেলার জনগনের সাথে একধরনের প্রহসন ও তাদের স্বাধীনতাকে খর্ব করে জনগনের টুটি
চেপে ধরে জনপ্রতিনিধি সেজে সরাসরি বিভিন্ন দুর্নীতির সাথে সম্পৃক্ততা হয়ে মঠবাড়ীয়া উপজেলাবাসীর অধিকার থেকে বঞ্চিত করা। যাহার সর্বশেষ প্রমান স্বরুপ মাননীয় অতিথিবৃন্দ – এডিপির ৬১ লাখ টাকা বরাদ্দ ফেরত যাবার প্রসঙ্গ তুলেছেন।

চতুর্থ বিষয়টি তিনি তুলে ধরেছেন, রাজনীতিতে স্বচ্ছ ও সত্যবাদী মানসিকতা তৈরি করার জন্য। উদাহরণ স্বরুপ তিনি বলেছেন ” বর্তমান মাননীয় সংসদ সদস্য একজন জনবিচ্ছিন্ন ও নেতা কর্মী শূন্য তাই তিনি বিভিন্ন সময়ে
মিথ্যার আশ্রয় নেয় যাহা অত্যন্ত নিন্দাসূচক ” আজকের টকশোর মধ্যদিয়ে তিনি আহবান করেছেন মিথ্যাচার না করে একসাথে আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মাননীয় সাংসদ ও বিএনপির নেতৃবৃন্দের নিয়ে টকশোর আয়োজন করতে। তাহলে রাজনীতিতে কিছুটা হলেও স্বচ্ছতা নীতিনৈতিকতা ফিরে আসবে বলে ধারণা পোষণ করেছেন।

পঞ্চম বিষয়টি উঠে এসেছে মঠবাড়ীয়ার ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য পার্শ্ববর্তী উপজেলার কিছু লোককে তিনি দায়ী করেছেন।

ষষ্ঠতম যে বিষয়টি উঠে এসেছে দর্শকের সম্পূরক প্রশ্নে
নিজস্ব দলের অভ্যন্তরীণ সাংগঠনিক দুর্বলতা ও কমিটি গঠনে দলীয় যোগ্য নেতৃত্বের বদলে নির্বাচন মুখী কমিটি
গঠন করা। যদিও মাননীয় অতিথি মহোদয় আশা-স্থ
করেছেন খুব শিগ্রিই করোনা পরিস্থিতি উত্তোরন ঘটিলে
ওয়ার্ড কমিটি পুনঃগঠন সহ উপজেলা ও পৌর কমিটির জন্য কাউন্সিলের আহবান করা হবে।

সপ্তম বিষয়টি উঠে এসেছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ( Covid – 19 corona virus) চলাকালীন এই সময়টিতে যে ত্রান বিতরণ করা হয়েছে মূলত তাহা নিতান্ত গরীব, দুঃখী ও মেহনতী মানুষদের জন্য এবং এখনো ত্রান কার্যক্রম চলমান।

আজকের সম্মানিত অতিথী মহোদয় যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে AM tv live টকশোতে কথা বলেছেন তাহার মূল্যায়ন সার সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হল।

মুন্সি মোস্তাফিজুর রহমান সজল
১৭ জুলাই ২০২০।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...