ব্রেকিং নিউজ
Home - উপকূল - বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে রোপন করা হবে প্রায় দেড় লক্ষ গাছের চারা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে রোপন করা হবে প্রায় দেড় লক্ষ গাছের চারা


পিরোজপুর প্রতিনিধিঃ “ মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে প্রায় দেড় লক্ষ গাছের চারা রোপন করা হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এছাড়া পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপন করেন পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান খালেক, সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ। বাগেরহাট সামাজিক বন বিভাগ এর আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিরোজপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বৃক্ষ রোপন এ কর্মসূচির আওতায় পিরোজপুরের ৭টি উপজেলায় ফলজ, বনজ ও ঔষদিসহ বিভিন্ন প্রজাতির এক লক্ষ ৪২ হাজার ২৭৫ টি গাছের চারা রোপন করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...