ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - সাংবাদিক ইসমাইল হাওলাদার এর সঞ্চালনায় ডাঃ রুস্তম আলী ফরাজীর লাইভ অনুষ্ঠান বিশ্লেষণ মোস্তাফিজ বাদল

সাংবাদিক ইসমাইল হাওলাদার এর সঞ্চালনায় ডাঃ রুস্তম আলী ফরাজীর লাইভ অনুষ্ঠান বিশ্লেষণ মোস্তাফিজ বাদল


স্থানীয় অনলাইন টিভি AM TV তে আজ সাংবাদিক ইসমাইল হোসেন এর উপস্থাপনার লাইভ অনুষ্ঠানে অতিথি হিসাবে বর্তমান সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী উপস্থিত হয়ে কথা বলেন। উপস্থাপক ইসমাইল হোসেন এর নানা প্রশ্নের জবাব দেন তিনি কথা বলে ঘন্টাখানেক।এই লাইভের কথোপকথন বিস্তারিত বিশ্লেষণ করেন সোসাল জার্নালিজম এর সভাপতি মোস্তাফিজ বাদল তিনি তার ফেসবুকে নিজস্ব আইডি থেকে স্টাটাস দেন তা নিচে হুবহু তুলে ধরা হলো …

AM TV অায়োজিত সাংবাদিক ইসমাইল হাওলাদার এর সঞ্চালনায় মাননীয় সংসদ সদস্য রুস্তম অালী ফরাজীর ফেসবুক লাইভ অনুষ্ঠানটি দেখে ব্যক্তিগত মন্তব্যঃ

১. যাঁদের পরিশ্রম, মননে উঁনি বারবার এমপি নির্বাচিত হয়েছেন পুরো বক্তৃতায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করেননি।

২. মহাজোটের এমপি হওয়া সত্তেয় অাওয়ামী লীগ ও স্থানীয় শীর্ষ নেতাদের প্রতি যথেষ্ট সম্মান দেখাননি।

৩. জাতীয় পার্টি ও স্থানীয় নেতৃবৃন্দকে দস্তুরমতো অবজ্ঞা করেছেন।

৪. জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মহিউদ্দিন মহারাজ ও অাওয়ামী লীগ নেতা মিরাজ মিয়াকে তেমনকোন কারণ ছাড়াই দোষারূপ করতে সচেষ্ট ছিলেন। তাঁদের নামের প্রতি সুবিচার করেননি।

৫. মঠবাড়িয়া উপজেলা পরিষদ ও জনগণের ভোটে নির্বাচিত জনপ্রিয় উপজেলা চেয়ারম্যানদ্বয়কে ( সাবেক ও বর্তমান) সম্মান দেখাতে ব্যর্থ হয়েছেন এবং বাজে মন্তব্য করেছেন।

৬. উপজেলা প্রশাসন ও নির্বাহী অফিসার এর সাথে অাদৌ দেখা- সাক্ষাত না হয়েও কুৎসা ও অসম্মান দেখিয়েছেন।

৭. এগারো ইউনিয়ন চেয়ারম্যান সবাইকে অবমূল্যায়ন করেছেন। সবাই অসাধু ও জনশক্তিহীন সেটি বুঝাতে চেয়েছেন।

৮. অাপন ভাই ও চেয়ারম্যান ইব্রাহীম খলিল ফরাজীকে বাজেভাবে উপস্থাপন করেছেন। এ ক্ষেত্রে নিজেকে ভালো এবং ভাই খলিল ফরাজী খারাপ সেটিই জানিয়েছেন।

৯. করোনাকালের সম্মুখযোদ্ধা ডাক্তার, স্বাস্থ্যকর্মি, পুলিশবাহিনী, প্রশাসন কিংবা সমাজকর্মি সবাইকে সাধুবাদ জানাতে ব্যর্থ হয়েছেন।

১০. মাননীয় প্রধানমন্ত্রীর পরে উঁনি সৎ ও যোগ্য সেটি ব্যক্ত করে দাম্ভিকতা প্রদর্শন করেছেন।

১১. পূর্বের ন্যায় তার জনপ্রিয়তা এখনও অাছে- এমন কথা বলেছেন।

১২. অাগামী দিনে তিনি নির্বাচনে নাও অাসতে পারেন, সে ইঙ্গিতও দিয়েছেন।

১৩. অাওয়ামী লীগ থেকে তিনি যে সহসা দূরে চলে গেছেন, সেটি বুঝাতে সক্ষম হয়েছেন।

১৪.মোবাইল ফোনে কথা বলে প্রতিদিন ১ /২ হাজার টাকা খরচ করাসহ বেশকিছু কথায় সত্য বলতে ব্যর্থ হয়েছেন।

১৫. সবাইকে শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে অনুরোধ করেছেন।

১৬ অাওয়ামী লীগ, জাতীয় পার্টিকে অবজ্ঞা করলেও বিএনপির নেতা কর্মিকে কিছুই বলেননি। অতএব উঁনি অাগামী নির্বাচনে বিএনপি’র প্রার্থী হতে পারেন — এতোটুকু অাভাস দিয়েছেন – সে প্রশ্ন রয়ে গেল!!

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...