ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - এতো খারাপ সময় যেন মানুষের আর না আসে

এতো খারাপ সময় যেন মানুষের আর না আসে


🔻
আমাদের মঠবাড়িয়া পৌর শহরের জুয়েলারী ব্যবসায়ি প্রয়াত শংকর কর্মকারের সহধর্মীনি জয়া রানী কর্মকার এর বয়স ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যজনিত রোগে ভূগছিলেন। গত ১৫দিন আগে তাঁর জ্বর হয় । পরিবারের স্বজনরা ভাবছিলেন করোনা নয় তো ? পাঁচ দিন আগে তাই করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। দুর্ভাগ্য ফলাফল আসার আগে বৃদ্ধা জয়া রানী কর্মকার আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে পরলোক গমন করেন। শোকাহত পরিবারের স্বজনদের প্রতি আমি সমবেদনা জানাই। প্রয়াত জয়া রানী কর্মকারের আত্মার শান্তি কামনা করছি।
দুঃখজনক যে তাঁর মৃত্যুতে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন ভাবতে থাকেন করোনা সংক্রমণ বুঝিবা। তাই নানা বিড়ম্বনার শিকার হন প্রয়াত বৃদ্ধার পরিবার।
আমি এই লেখাটি যখন লিখছি অনেকটা বিড়ম্বনার মধ্যে পৌর শ্মশাণে তখন তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়ে গেছে। আর একটু আগে প্রয়াত জয়া রানী কর্মকার এর করোনা পরীক্ষার ফলাফলও আসে। আমি খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি প্রয়াত জয়া রানীর করোনা ফলাফল নেগেটিভ। COVID-19 Collection date on 08/07/2020 test result is “Negative”
মৃত্যুর আগে এই ফলাফল আসলে জয় রানীর মরদেহ আর শোকাহত পরিবারটি বিড়ম্বনার শিকার হতেন না। এটা মানুষের বড্ড খারাপ সময়।
মানুষের যেন এতো খারাপ সময় আর না আসে । আর আমরা যেন কোনও মৃত্যু নিশ্চিত না হয়ে মানুষ ও সমাজকে অহেতুক শংকায় ফেলে না দেই। মানুষের পাশে যেন মানুষ দাঁড়ায়।

সাংবাদিক দেবদাস মজুমদার এর ফেসবুক ওয়াল থেকে

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...