ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় করোনা উপসর্গে স্কুল শিক্ষিকার মৃত্যু

মঠবাড়িয়ায় করোনা উপসর্গে স্কুল শিক্ষিকার মৃত্যু


মঠবাড়িয়া প্রতিনিধি :পিরোজপুরের মঠবাড়িয়ায় মনিরা বেগম (৪০) নামে এক স্কুল শিক্ষিকার করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত ৬ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ঘটেছে।মৃত স্কুল শিক্ষিকা মঠবাড়িয়ার ১১১ নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম জানান , গত পাঁচদিন দিন আগে ওই স্কুল শিক্ষিকার হালকা জ্বর ও সর্দি-কঁাশিতে আক্রান্ত হন। আজ বৃহস্পতিবার তার অবস্থার অবনতি ঘটলে আশংকাজনক অবস্থা তাকে সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। জররী বিভাগে চিকিৎসা চলাকালিন সময়ে তার মৃত্যু ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হাসান বিষযটি নিশ্চিত করে জানান, মঠবাড়িয়া এ যাবৎ ১০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে এদের মধ্যে ৫১জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বাকি ৫৭জন হোম আইসোলেশনে ও একজন হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...