ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - কাউখালীতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তদল আটক-১

কাউখালীতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তদল আটক-১

কাউখালী প্রতিনিধি : কাউখালীতে ময়না আক্তার(২২) নামে স্বামী পরিত্যক্তা এক গৃহবধূর বাম হাত ও দু’পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার কেউন্দিয়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ময়না ওই গ্রামের ইমাম হোসেন মৃধার মেয়ে। হামলার শিকার ময়নাকে মুমুর্ষ অবস্থায় রাত দশটার দিকে প্রথমে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশংকাজনক অবসস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় রাতে পুলিশ ময়নার ভাসুর নজরুল ইসলামকে ঝালকাঠীর প্রতাপ থেকে আটক করেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার রাতে বাড়ির পিছনে ওজু করতে পুকুরে গেলে ৪/৫জন মুখোশধারী দুর্বৃত্ত তাকে মুখ চেপে ধরে প্রায় দু’কিলোমিটার দুরে একটি ফাকা মাঠে নিয়ে যায়। সেখানে তার হাত ও পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় তারে আর্ত চিৎকারে সগ্রামবাসি এগিয়ে আসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক বছর আগে ময়নার সঙ্গে ঝালকাঠীর প্রতাপ গ্রামের শহীদুল ইসলামের বিয়ে হয়েছিল। ২০-২৫ দিন আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। শহীদুল ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, “এ বিষয়ে বিস্তরিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নুরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে গৃহবধূর হাত ও পায়ের রগ কর্তনের প্রতিবাদ ও দুর্বৃত্তদের বিচার দাবিতে মানবন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসি। কাউখালী মহিলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ সড়কে ঘন্টাব্যাপী এ মানবন্ধনে বিক্ষুব্দ জনতা অংশ নেন। এসময় গৃহবধূর ওপর নৃশংসতার তীব্র প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোহয় ।
শেষে মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বকত্ব্য দেন, মহিলা পরিষদের সাধারন সম্পাদক শাহিদা হক, নারীনেত্রী জাহানুর বেগম, কবিতা বেগম, দিপু বসু, সামাজিক উদ্যোক্তা মো. আবদুল লতিফ প্রমূখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...