ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - কাউখালীতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত গাবখান চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে পতাকা মিছিল

কাউখালীতে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত গাবখান চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে পতাকা মিছিল

কাউখালী প্রতিনিধি : স্বাধীনতার অগ্নিঝড়া মার্চের প্রথম দিনে মঙ্গলবার মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত পিরোজপুরের কাউখালী ও ঝালকাঠির ওপর দিয়ে প্রবাহিত কাউখালী প্রান্তের গাবখান নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে পতাকা মিছিল করেছে শিক্ষার্থীরা। কাউখালী প্রতিবন্ধী পাঠশালার উদ্যোগে অনুষ্ঠিত এ পতাকা মিছিলে উপজেলার আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় মহান স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে গাবখান মোহনার তীর মুখরিত করে তোলে । এ সময় এলাকাবাসী রাস্তার পাশে দাড়িয়ে শিক্ষার্থীদের স্বাধীনতার মাসে এ ব্যাতিক্রমী আয়োজনকে উৎসাহ ও অভিনন্দন জানান। পরে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত খাবখান নৌ চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে নদী তীরে পতাকা বন্ধন করে নৌ চ্যানেলের অব্যহত ভাঙন রোধের দাবি জানায়।
শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, শিক্ষক রবীন্দ্রনাথ বড়াল, শিক্ষক মৌলভী আবদু জলিল, শিক্ষা উদ্যোক্তা আবদুল লতিফ খসরু, সরকারি কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ।
কাউখালী প্রতিবন্ধী পাঠশালার প্রতিষ্ঠাতা ও সামাজিক উদ্যোক্তা আবদুল লতিফ খসরু জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কাউখালীর গাবখান নৌ চ্যানেল গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। সেদিন মুক্তিযুদ্ধে পরাজয়ের গ্লাণি নিয়ে এ নৌ পথে গান বোটে পালিয়ে ছিল পাক হানাদার বাহিনী। আর সেইদিন নদীর দুই পাড়ে আগে থেকে ওৎ পেতে থাকা তৎকালী যুদ্ধকালীন কমাণ্যার হাবিবুর রহমান ও যুদ্ধকালীন কমাণ্ডর প্রয়াত আবদুল হাই পনার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা আক্রমণ করেছিল পাক হানাদার বাহিনীর উপর। সেদিন সেই আক্রমণে হতাহত হয়েছিল অনেক পাস সেনা। স্বাধীনতার মাসে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে আর তাদের কাছে গাবখান নদীর পরিচয় ধরে রাখা উচিত। তবে দুর্ভাগ্য গাবখান নৌ চ্যানেল আজ মরে যাচ্ছে । স্বাধীনতা ৪৫ বছর পরও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত নদীটি ড্রেজিং না করার ফলে নদীটি তার নাব্যতা হারিয়ে ফেলছে। ড্রেজিংসহ মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার জন্য এ নদীর মোহনার ভাঙন রোধসহ কাউখালী প্রান্তে ও ঝালকাঠির প্রান্তে মুক্তিযুদ্ধের দুটি স্মৃতি স্তম্ভ নির্মাণ জরুরী ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...