ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - রুমানা রুমার শব্দাবলী “ভেবে নিও আমি আর নেই”

রুমানা রুমার শব্দাবলী “ভেবে নিও আমি আর নেই”

যদি দেখ সিন্ধুপারের পাখি কুলায় নাহি ফেরে ; হোগলার বনে হাঁস নাহি বাসা বাঁধে…
তবে ভেবে নিও আমি আর নেই!

যদি দেখ অস্তরবির শেষ আলোটি নিভে যাওয়ার অপেক্ষায় ; সাঁঝেরবাতি জ্বালায়নি কেউ আধার ঘরে…
তবে ভেবে নিও আমি আর নেই!

যদি দেখ মেঘনীলে শঙ্খচিল আকাশে নাহি উড়ে; তারারা মিটমিট আলো নাহি দেয়….
তবে ভেবে নিও আমি আর নেই!

যদি দেখ সবুজে শ্যামলে, লোকালয়ে জনশূণ্যে ; আলতা পায়ে নাহি নূপুরের শব্দ…
তবে ভেবে নিও আমি আর নেই!

যদি দেখ চাঁদ রাতে পূর্ণিমা আলো না বিলায়; আমবশ্যার স্থায়ীত্ব ঘিরে রেখেছে চারিধার…
তবে ভেবে নিও আমি আর নেই!

যদি দেখ সখের বাগানে ফোঁটেনি নয়নতারা, চন্দ্রমল্লিকা, জারুল ; সৌরভ হারিয়েছে শিউলি, বেলী, কামিনী….
তবে ভেবে নিও আমি আর নেই!

যদি দেখ কবিতা আর নাহি লিখি ; পরাজিত হই বহু বিঘ্নে, শব্দের অদৃষ্টের কাছে….
তবে ভেবে নিও আমি আর নেই!

যদি দেখ অভিযোগ, অনুযোগ, অভিমান, চাওয়া, পাওয়ার সুরে না ঘটে খুনসুটি….
তবে ভেবে নিও আমি আর নেই!

যদি দেখ খুব কাছে চেনা গন্ধ, পুলকিত স্পর্শ প্রতিদিনকার ছকে বাঁধা কথা থেমে গেছে…
তবে ভেবে নিও আমি আর নেই!

যদি দেখ খুব সকালে এককাপ দুধ চা খাওয়ার ব্যস্তায় রান্না ঘরে ব্যস্ত সময় না পাড় করে কেউ….
তবে ভেবে নিও আমি আর নেই!

যদি দেখ মোবাইল হাতে চেনা নামের সবুজ বাতিটা নাহি জ্বলে ; নিউজ ফিডে ভেসে উঠেছে এক স্বপ্নবাজ নারীর অসার দেহ…
তবে ভেবে নিও আমি আর নেই….!

” রুমানা রুমা”
২৯-৬-২০২০
( জীবন সবসময়ই অনিশ্চয়তার মধ্যে থাকে! মৃত্যু পিছু পিছু ছুটে চলে আমাদের না চাওয়াতে, অজান্তে! তবে বর্তমান পৃথিবী যেন প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়! বর্তমান মহামারি করোনা কেড়ে নিয়েছে আমাদের জীবনের আনন্দ)

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...